কবিতার কথা সারাক্ষণ ঘোরে মস্তক থেকে মনে
কিন্তু সে সব লিখতে পারি না কর্মের গুঞ্জনে,
না লেখা কবিতা বুকের ভেতরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে
সান্তনা দেই, "লিখবো তোদের কোন এক অবসাদে।"


অন্তর বলে, "কবিতা নিয়েই সদা থাকা যেত যদি
তাহলে হয়তো মোহনায় যেত সাগরের টানে নদি।
কিন্তু তুমিই বাঁধা হয়ে এসে থামো বলে ধমকাও
বলো না গো তুমি উদর থাবাকে কেন এতো চমকাও?"


সিক্ত নয়নে গুমরিয়ে বলি "চাওয়া পাওয়া এক নয়
তবু কেন বল অন্তর তোর হয় নাকো বোধদয়?
এমন জীবন দিয়েছন বিধি না চলে কর্ম করে
তবু কেন তুই কর্মকে ছেড়ে কবিতায় যাস গড়ে?"


অন্তর বলে, "সংসার যদি চলতো কর্ম ছাড়া
নিশ্চিত তবে কবিতাকে নিয়ে হতাম বাঁধনহারা।"
অবশেষে বলে, " যদি বা কখনো তেমন সুযোগ পাই
কালার বাঁশিতে আমিও ভাসবো যেমনি ভাসতো রাঁই।