কল্পলোকে এমন করেই
             বাইতে দিও তরী,
       শত ব্যথায় কভু যেন
            ভেঙে নাহি পড়ি।
     যতই তুমি রাখো দুখে
   এই হাসিটা রেখো মুখে,
তোমার যুগল চরণ স্মরে
             এই মিনতি করি।
  কল্পলোকে এমন করেই
            বাইতে দিও তরী।


অশ্রু নিয়ে চোখের কোণে
            হাসতে যেন পারি,
   কভু আমার এই হাসিতে
         টেনো না গো দারি।
যতোই মনে থাকুক জ্বালা
খোলা রেখো হাসির তালা,
হাসি কেঁড়ে নেবার আগে
        কেঁড়ো জীবন ঘড়ি।
কল্পলোকে এমন করেই
           বাইতে দিও তরী।