টিকটিকি আর গিরগিটিতে দেখা অকস্মাৎ,
গিরগিটি কয়, "টিকটিকি তোর খুলবো এখন দাঁত।"
টিকটিকি কয়, "কী দোষ পেলে
যাতে তুমি চটে গেলে?
আমি তোমার বোনের ছেলে
                                    তুলবে তবু হাত?
আমি আরও মামাবাড়ি খেতে এলাম ভাত।
তোমার শোকে নয়ন ভাসে
মা'ও কাঁদে আমার পাশে
তবু তুমি তোমার দাসে
                                       করবে কুপোকাত?
কেন তোমার মনের ভেতর জমলো বজ্রপাত?
ধন্য আমি তোমায় পেয়ে
কে-বা আপন তোমার চেয়ে
তবু তুমি আসো ধেয়ে
                                      কেন প্রাণনাথ?
প্রেমের বাঁধন কেন তুমি করবে বাজিমাত?"
গিরগিটি কয়, "খামোশ বেটা!
করবো তোকে জুতো পেটা
তার পরে শোন করবো যেটা
                                      আনবো লোহার পাত,
সেটা দিয়ে মনের সুখে ছাড়াবো তোর বাত!
দেখতে না-কি একই মোরা
বলল সেদিন কেউটে, ঢোড়া
সেই থেকে এই মুখটি পোড়া
                                     ঝলসে নিজের জাত!
কেমন করে এমন কথা রটলো রে বজ্জাত?
কোন সাহসে কানটা মলিস
কেন আমায় মামা বলিস
আমার দেশে কেন চলিস?


                                        পাস না কারও সাথ?
তুই কি ভাগ্যে লেপে দিবি অমাবস্যা রাত?
বলে দিলাম আজকে তোকে
ফেলবো কিন্তু চরম শোকে
ছিঃছিঃ তখন করবে লোকে
                                          যেন গর্ভপাত...
ফের যদি আর দেখি তোকে করবো বজ্রাঘাত!"