কভু সৌষ্ঠব কভু বা অমোঘ তুমি
সদা তুমি ছিলে অগতির আশ্রয়,
কতো কালে এলো কতো নেতা মরসুমি
কিন্তু তোমার অক্ষত জয় জয়।


বাঙালির বুকে ইস্পাত আবরণে
গুণ্ঠিত আছে তোমার আকিঞ্চন,
যেই আবরণ বলে ওঠে ক্ষণেক্ষণে
"মুজিব তোমায় আজ খুব প্রয়োজন।"


আজও তোমার বজ্রকন্ঠ শুনে
শিহরিত হয় সকল রূধির কণা,
কখনোবা মন শব্দের দানা বুনে
ঘাতক বিনাশে ধরে সর্পের ফণা।


চিৎকার করে বলে ওঠে মন শুধু
"জীবন গেলেও ঘাতক করবো শেষ
এই বাংলায় থাকবেনা আর ধূধূ।"
ভাষণ শুণেই মনে আসে এই রেশ!


দেখলে তোমায় না জানি হতো কী আরো...
নানান ভাবনা আসে হৃদয়ের নীড়ে,
এসব ভেবেই ভাবনারা হয় গাঢ়
আবার যদি গো আসতে মুজিব ফিরে।