জানা হয়েছে, জানা হয়েছে?              বেশ।
বলতো দেখি কীভাবে হলো?            জানা
ঠিক বলেছ, "পাক বাহিনীর              হানা।"
লক্ষ্য ওদের ছিল মোদের               দেশ।
মুখের ভাষা কেড়ে নিতেই             ওরা
সকল স্বপ্ন করেছিল                   পোড়া।


কতোটা জানো, কতোটা জানো?       তার।
জল্লাদ রূপ হত্যাযজ্ঞ                করে
চেয়েছিল নিজের মতো                   গড়ে,
চাপিয়ে দেবে পাহাড় সম               ভার।
কিন্তু মোদের বীর বাঙালীর           দল
রুখে ছিল ওদের সকল                  ছল।


রক্ত স্রোতে এক-দুই মাস,                নয়।
ভেঙে ছিল নয় ন'টি মাস                 মন
ধর্ষিতা হয় অনেক মা আর             বোন,
অবশেষে আসলো যেদিন                  জয়
সেই দিনটার বিজয় দিবস               নাম,
এই বিজয়ের জানো কতো?           দাম।