কেউ আমাকে অবহেলায়
সকাল দুপুর সাঁঝের বেলায়
ভাবলে পথের ছাই,
আমি তাতে হই না ভারী
ওনার যতো ময়লা হাড়ি
মাজতে লেগে যাই।


হাঁড়ির ঝিলিক বুঝবে যেদিন
ঠিকই বুকে নেবেন সেদিন
মেনে অবদান,
আগের ভাবনার হয়ে খুনি
সেদিন ঠিকই বুঝবে উনি
ছাইয়ের অবদান।


কেউ আমাকে হেলা করে
ঘুরিয়ে যদি ঘাড়টা ধরে
কাঁদায় অনর্গল,
স্মরে তখন জগতস্বামী
সুযোগ পেলেই মুছি আমি
তার নয়নের জল।


অহমিকা কাটবে যেদিন
জানি কাছে টানবে সেদিন
বুঝে নিজের ভুল,
এটাও জানি তার হৃদয়ে
অনুশোচন ক্ষয়ে ক্ষয়ে
হবে হুলস্থূল।


শত্রু ভেবে কেউ আমাকে
রাখেন যদি ফাঁকে ফাঁকে
অতি অনাদরে,
আমি তখন মনকে নড়াই
আড়াল থেকে পুষ্প ছড়াই
ওনার পথের পরে।


দেখবে যেদিন নেই পথে ফুল
বুঝতে সেদিন হবে না ভুল
সেদিন ঠিকই ডাকবে,
শুনবে গিয়ে নানান লোকে
ঠিকই সেদিন আমার শোকে
ভীষণ জোরে হাঁকবে।


বলবে সেদিন কেঁদে কেঁদে
"ভুল করেছি মনের জেদে
করে অবহেলা,
যা ভেবেছি তা ঠিক না তো
গড়তে ভুবন এ লোকটা তো
কাটাতো তার বেলা।


আজকে সে লোক কোথায় গেলো
কেন এমন এলোমেলো
সে লোক কেন নাই?"
এটা বলেই শ্মশান গিয়ে
কাঁদবে সেদিন হাতে নিয়ে
আমার পোড়া ছাই।