দাঁতের ডাক্তার ডিনকে শুধাই
" বলুন না স্যার ডিন,
একটি ব্রাশ ব্যবহার স্যার
করবো কতোদিন?"


ডাক্তার বলেন," দেশের উপর
নির্ভর করে এটা,
কোন মহাদেশ থাকো আগে
জানতে হবে সেটা।


যদি তুমি চীনে থাকো
তবে পঁচিশ দিন,
ইংল্যান্ড হলে একমাস হবে"
বললো ডাক্তার ডিন।


তারপরে সে বললো আমায়
মুচকি করে হেসে,
" আমেরিকা হলে দু’মাস
ভিন্ন বাংলাদেশে।


বাংলাদেশে ব্রাশ দিয়ে
প্রথম মাজে দাঁত,
এরপরে তা নষ্ট হলে
হয় না খেলা মাত।


চুলের কলপ করি মোরা
তখন সেটা নিয়ে,
মেশিনারির ধূলো মুছি
তারপরে তা দিয়ে।


এরপর তার সকল দাড়া
ঝরে পড়ে যখন,
পাজামা ও ছায়ার ফিতা
ভরি মোরা তখন।


ব্রাশ হলো মোদের দেশের
মন্ত্রী নেতার মতো,
তাই তো ব্রাশ কোনদিনও
হয় না কভু ক্ষত।


অবসরের বয়স যেমন
মন্ত্রী নেতার নাই,
মোদের দেশে ব্রাশ তেমন
জেনে রেখো ভাই।"