হারিয়ে গিয়েছে লাঙল জোয়াল হারিয়ে গিয়েছে মই
হারিয়ে গিয়েছে পুকুর দীঘির মলা পুটি আর কৈ,
হারিয়ে গিয়েছে রাত জেগে জেগে চিঠি লেখা দিনগুলি
হারিয়ে গিয়েছে তবলা বাদক হারিয়ে গিয়েছে ঢুলি।


গরুর গাড়িও হারিয়ে গিয়েছে হারিয়েছে যাতাকল
হারিয়ে গিয়েছে বনবাদাড়ের খেঁকশিয়ালের দল,
হারিয়ে গিয়েছে শিলপাটা দিয়ে বাটুনি বাটার ঝাল
হারিয়ে গিয়েছে হারমোনিয়ামে উঠতো যেসব তাল।


হারিয়ে গিয়েছে রঙ বেরঙের ডিঙ্গি নায়ের সারি
হারিয়ে গিয়েছে ঐতিহ্যের ছনের চালের বাড়ি,
হারিয়ে গিয়েছে মাটির কলসে ঠান্ডা শীতল জল
হারিয়ে গিয়েছে ঈগল এবং চিল শকুনের দল।


হারিয়ে গিয়েছে কাঠের ঢেঁকি, ঢেঁকি দিয়ে ছাঁটা চাল
হারিয়ে গিয়েছে কালার পাতায় দাওয়াত খাবার কাল,
হারিয়ে গিয়েছে পালকি চলার হুনহুনাহুন সুর
হারিয়ে গিয়েছে মাটির প্রদীপ অনেক অনেক দূর।


হারিয়ে গিয়েছে এসবের সাথে সোনার মানুষগুলো
সেই বেদনায় অন্তর চোখে সদা দিয়ে রাখি তুলো,
বিস্বাদে তাই মনটাকে বলি গেয়ে বিরহের গীতি
কেঁদোনা গো মন মনে রেখো শুধু হারানো দিনের স্মৃতি।