সতেরো তালার স্টেথোস্কোপের মাঝে
যে বুনো আকাশটা আছে,
সে আকাশে মাঝেমাঝেই আমি বীরের মতো
সাঁতরাই।


সাঁতরিয়ে সাঁতরিয়ে দেখি
শীতল জলের মধ্যে ডুবিয়েও
ঘেমে আছে সাধু ডাকাত।


একবার ভেবেছিলাম সব জারিজুরি ফাঁস হওয়া দরকার।


অথচ সেদিনই আমার লাইব্রেরি দেখতে আসে
জলপ্রপাত।


আর তখন থেকেই ঝাউগাছে ভর করেছে
জাদুটোনা।