টাকার ভীষণ জ্যোতি
          বোঝে কেবা তার গতি?
                  টাকা ছাড়া সবি ভুসিমাল,
যতই অনর্থ বলি
         দূরে ঠেলে কান মলি
                   টাকাতেই সব বেসামাল।
জগতের রঙ্গরসে
          টাকার এমন বসে
                   মেতে থাকি এখন হরদম,
কদর বাড়ায় টাকা
           টাকা ছাড়া সবি ফাঁকা
                    টাকাতেই রুখে যায় যম!
এই তো ক'দিন আগে
           দেখেছি প্রভাতী ভাগে
                    বেঁচে গেলো রাজা মহাজন,
সব আশা ছেড়ে দিয়ে
            কাঁদে রানী বুকে নিয়ে
            পড়েছিল সেই আলোড়ন।
                    
আজও ভাসে সেই স্মৃতি
            হায়রে টাকার গীতি!
                     কাঁড়ি কাঁড়ি টাকা করে শেষ,
এনেছে শতেক ওঝাঁ
            টাকা দিয়ে বোঝা বোঝা
                     খুঁজে খুঁজে দেশ ও বিদেশ।
অবশেষে মহারাজ
            ফিরে পান নিজ তাজ
                  নিজের টাকার জোরে জান!    
টাকা নেই যার ভবে
             কি করে আনবে তবে
                     এতো ওঝাঁ ফিরে পেতে প্রাণ?
ছুটে চলো টাকা পিছে
              টাকা ছাড়া সবি মিছে
                       ধরণীর বুকে টাকা সার,
কুড়াও ভবের কড়ি
               গুরুর চরণ ধরি
                        জগৎ এবং পরপার।