যেদিন আমি হারিয়ে যাবো রাতের তারার ভিড়ে
সেদিন কি আর চাইবে বন্ধু আমায় পেতে ফিরে?
আমার কথা ভেবে সেদিন গাইবে আমার গান?
নাকি সেদিন সকল স্মৃতির করবে অবসান?


সেদিন কি গো থাকবে মনে এই শরতের রাত?
কতো মোরা কাটিয়েছি হাতে রেখে হাত।
আষাঢ় ভোরে নৌকা নিয়ে বিলের মাঝে গিয়ে
রোজ ফিরতাম আমরা ক'জন শাপলা শালুক নিয়ে।


বিলটা তখন পাগল হতো ভাটিয়ালির সুরে
ফিরতি পথেই খেতাম মোরা শালুকগুলো পুড়ে,
জৈষ্ঠ্যমাসের ভোরের বেলায় আম কুড়াতে গিয়ে
মাঝেমাঝেই বনের ভেতর দিতাম পুতুল বিয়ে।


ঘাসে শুয়ে কতো মোরা ঘুড়ি উড়াতাম
একটা ঘুড়ি খোয়া গেলে দিতে হতো দাম,
সেদিন এসব থাকবে মনে নাকি ভুলে যাবে?
হাজার তারার মাঝে সেদিন আমায় খুঁজে পাবে?