উপলব্ধিটা আজ খুব পরিণত,
খুব সহজেই বুঝে ফেলে তাই সব।
যেই বলি তাকে, "চলো যাই শৈশব।"
জবাবে সে বলে, " সে সব এখন গত।"


মৃদুস্বরে বলি, "রঙিন কাগজ দিয়ে,
এসো না হে সখা, নৌকা বানিয়ে ফেলি।
তারপর তাকে ভাসিয়ে ভাসিয়ে খেলি,
চলো না গো ভাই, পুকুরের জলে গিয়ে।"


চিৎকারে বলে, "দিয়ো না শোকের বোঝা,
ভাবছ যেটাকে শুধুই কাগজে গড়া।
জানো এর মাঝে কত কিছু আছে ভরা?
চেপে যাও ভাই, এটা নয় এত সোজা।


মন চোখে দেখো তবে বুঝে যাবে সব,
কাগজের তরী ভাসাইনি শিশুকালে।
শোনো গো কি ছিল সেটার অন্তরালে
ভাসিয়ে ছিলাম স্বপ্নের শৈশব।