কাক কোকিলের চলছে মিটিং
কাকে বলে, "এসব চিটিং
এর হবে না কোনো ফিটিং
যাচ্ছি অচিন দ্বীপে,
চোখ ও কানের যেসব তুলো
তাড়াতাড়ি সে-সব খুলো
চেয়ে দেখো কষ্টগুলো
ঢুকে গেছে ডিপে।"


কোকিল বলে, "ভাই
খুলে বলো তাই,
কী অভিযোগ নিয়ে তোমার
মনে শান্তি নাই?"


কাকে বলে, "তোমরা এলে
মানুষ আসে কর্ম ফেলে
অথচ ভাই আমরা এলে
দূর হ দূর হ কয়,
তুমিই বলো এই বেদনা
কারো দেহে সয়?
কেমন করে মানবো বলো
এহেন নয়ছয়?


গান গাই ভাই আমরা যখন
ঢিল ছুড়ে দেয় ওরা তখন
মোদের নরম গায়ে,
দেখো হাতে পায়ে
ওদের ঢিলে জখম হয়ে
ভরে গেছে ঘায়ে!


মামাতো ভাই আমার তুমি
বংশ কাছাকাছি
নই তো দুধের মাছি
তবু কেন মোদের নিয়ে
ওদের বাছাবাছি?


গালি ছোড়ে
ঠিলও ছোড়ে
গায়ের জোরে
শোরে শোরে
অলক্ষুণে বলে,
তুমিই বলো এমন হলে
কার না হৃদয় জ্বলে?


সব মানুষের গানের গলা
সুশ্রী কি আর হয়?
সে সব নিয়ে কাকেরা কভু
কোন কথা কয়?
বলো তবু কেন ওদের
হয় না বোধোদয়?


এটিএন এর মাফুজ কাকা গায়
তার সুরে তো বেঁচে থাকা দায়!
আমরা এতে কিছু বলি নাকি?
মোদের বেলায় কেন হাঁকাহাঁকি?


তাই তো ভাবছি মানবো না আর
ওদের এ কারসাজি
এদেশ ছেড়ে আমরা তাই তো
চলে যাবো আজই।


এ অবিচার যায় না মানা
একচোখা এ টালবাহানা
এটা যে মানহানি
এই রচনার আজ এখনই
দিচ্ছি দাঁড়ি টানি।


তুমি আমার মামাত ভাই বলে
দাওয়াত করছি যেও প্রতি দোলে
তোমায় ছাড়া এসব ব্যথা
বলবো না আর কারো,
জানো এতে মনের ভেতর
কষ্ট আছে আরো?


সে সব কথা বলবো না আজ যাচ্ছি চলে মোরা
তবে তুমি মনে রেখো বেঈমান জাত ওরা
তুমিই বলো অলক্ষুণের কী ভাব মোদের আছে?
দুষ্টু কোন ভাব কখনও পেয়েছে ভাই কাছে?
ঘোর বেদনায় যাচ্ছি চলে সাগর পাড়ের দ্বীপে
সেথায় যদি কোন মানুষ যায় কখনও শিপে।


ওদের মতো আমরা তখন পড়বো না গো ঢলে
আমরা ওদের তাড়াবো না অলক্ষুণে বলে।