হঠাৎ সকালে দুই টাকা দেখে
দুটি চোখে এলো জল,
ভেঁসে এলো চোখে বাবার ছবিটি
হুবহু যে অবিকল।


বাবা সে সময় থাকতো ঢাকাতে
আমরা ছিলাম গাঁয়,
প্রথম যেদিন দুই টাকা দেখি
গ্রামেরই রাস্তায়।


লিখলাম বাবা দুই টাকা চাই
পাঠাও চিঠিতে করে,
কতগুলো নোট পাঠালেন বাবা
চিঠির খামেতে ভরে।


সেই টাকা পেয়ে কত খুশি হই
আকাশে বাতাসে উড়ি,
অথচ সকালে সেই দুই টাকা
হাতে পেয়ে দাহে পুড়ি।


বুকেতে জড়িয়ে দুই টাকাটিকে
অশ্রু জলেতে ভাসি,
বুঝতে পারিনা দুই টাকা টিকে
কেনো এত ভালোবাসি?


সেই টাকা আজো তেমনিই আছে
নেই বাবা শুধু আজ,
দুই টাকা দেখি অপলক চোখে
ভাঁজে ভরা কারুকাজ।