বাংলা কি সব ভুলেই যাব?
ভাঙা ভাঙা ইংরেজিতে, বাংলা শিকেই তুলেই যাব?


টাই স্যুট প্যান্ট সারা বছর
লুঙ্গি ধূতি বোশেখ এলেই,
পয়লা বোশেখ চলে গেলে
আবার সেটা রাখছি ফেলেই।
ইংরেজিটা মিশিয়ে দিচ্ছি
বলার সময় বাংলা কথা,
ফাঁকে ফাঁকে ঠুকিয়ে দিচ্ছি
কথার মাঝে যথাতথা।


বাংলা ভাষার পাখাটাকে
সকল সময় বলছি যে ফ্যান,
হরহামেশাই মাল গাড়িকে
ইংরেজিতে বলছি যে ভ্যান।
করমর্দনকে হ্যান্ডসেক বলছি
শপিং বলছি কেনাকাটার,
ভ্রমণটাকে বলছি যে ট্যুর
জগিং বলছি ভোরের হাঁটার।
শিক্ষককে বলছি টিচার
রোড বলছি রাস্তাটাকে,
বাংলা রেখে ভীন শব্দের
ব্যবহারে বুকটা হাঁকে।


আর্তনাদে তাই বলে বুক
"আর নয় এই ভাষার দাফন
পারবি কি তুই মুক্তি দিতে?"
আমি বলি, "কেটে পরো
নিরিবিলি বিপরীতে।


মুখেই মোদের ভালোবাসা
বুকে থাকে অন্যকিছু
মানো সেটা?"


"একি তুমি বললে এটা?"
বলেই বুকটা হাহাকারে
কাঁদতে থাকে নিরবধি।
তারপরে ফের বলতে থাকে
"ঘুণ ধরেছে হৃদয় বাঁধের,
স্বপ্নে যখন দেখা হবে
কী উত্তর দেবো তাঁদের?
মাঝেমাঝের মতোই যখন
রফিক শফিক শুনবে এসে,
" কেমন চলছে প্রাণের ভাষা
মোদের প্রিয় বাংলাদেশে?


বলবো কি গো?
দাও না বলে
বলবো কি গো?
রক্তে কেনা যেই ভাষাটা
এই যদি হয় তার পরিণাম,
কেমন করে বলবো তাঁদের?
দিচ্ছি মোরা রক্তের দাম।


তাই এসো ভাই আজকে থেকে
শপথ করি সবাই মিলে
রক্ষা করবো প্রাণের ভাষা
পেয়েছি যেটা তিলেতিলে।
বিদেশি ভাষার ব্যবহারে
থাকবো মোরা খুব সাবধান,
বাঁচিয়ে রাখব প্রাণের প্রিয়
বাংলা ভাষার আপন প্রাণ।
তাই তো বলি স্লোগান তোলো
রক্ষা করবো প্রাণের ভাষা,
মিশ্র ভাষা বলে মোরা
খেলবো না আর ভাষার পাশা।