হঠাৎ সেদিন প্রভাত কালে
টেনে নিয়ে অন্তরালে
শচীন এসে আমার গালে,
দিচ্ছে চুমু ভরে।


আস্থা যদি না হয় এটা
সঙ্গে ছিল রমেশ বেটা
ভাষায় বলা কঠিন সেটা,
সুধাও তারে ধরে।


ক্ষণিক পরে ধোনি এসে
বলছে আমার ধারে ঘেঁসে
তাকাও আমার এলোকেশে,
চলো অগোচরে।


কোচ কি হবে আমার দলে?
ধণ্য হবো তুমি হলে
পরায় মালা আমার গলে,
দু-চোখ জলে ভরে।


ভাবছি যখন করবো কি হায়
মাশরাফি ভাই আমায় শোনায়
জন্মভূমি ছেড়ে কে যায়
অন্য আপন করে?


হঠাৎ দেখি মোদি কাঁদে
শুধাই আমায় যাবে চাঁদে
আমার ছেলের বউয়ের সাদে
মাথায় মুকুট পরে?


প্রিয়া আমায় ধমক দিয়ে
বলে চাঁদে লাভ কি গিয়ে?
আমায় যদি না যাও নিয়ে,
যাবো আমি মরে।


মনের ভেতর নিরজনে
ভাবছি যখন মনেমনে
করতে হবে বিচক্ষণে,
কাঁপছি তখন জ্বরে।


লারা এসে ধরে দু-হাত
বলে হবে দিবস যে রাত
আশা হবে সকল নিপাত,
যাবে কেনো সরে?


ক্ষণিক পরে আমার ঘাড়ে
জোরে সবাই আঘাত মাড়ে
গেছি আমি পরপারে,
মরণ আপন করে।


সত্যি মরণ আমায় পেলো?
কাঁদছি যখন এলোমেলো
হঠাৎ দু-চোখ খুলে গেলো
স্বপ্ন ভেঙে ভোরে।