শুরু থেকে যদি খোঁজো নিরবধি
সব সেরা দেবতার,
একজন মাতা দেখো খুলে পাতা
আর নেই অবতার।
তার পর আছে নেই আগে, কাছে
তুলনা মেলে না যার,
শত জ্বালা সয়ে উদরেতে বয়ে
করে তিনি চিৎকার!
যার থেকে তুমি এলে ধরা ভুমি
সেই মা'কে রাখো সুখে,
তব ধরাধামে জননীর নামে
ভালোবাসা আঁকো বুকে।
হলো না সাধন মমতা বাঁধন
বড়ো হতভাগা আমি,
তাই তো কপালে দিলো না গোপালে
দয়াময় ধরা স্বামী।
স্মরি করো জোরে ক্ষমা করে মোরে
সেবা দিতে পারি নাই,
হতভাগা আমি তুমি মা'গো দামী
বুঝে-ও যে নিরুপায়।