বিছানার পাশে শুয়ে আছে দেখি লিকলিকে এক বুড়ো
শুধালাম তাকে,"খুড়ো
কেমন আছেন আজ?"
তিনি বললেন,"কায়াতে পড়েছে ভাঁজ,
জীবনের সব আশাগুলো আজ ফিকে হয়ে গেছে বাবা
এটা যে কালের থাবা।


তুমি বলো বাবা,এভাবে কখনো ভালো থাকা কী গো যায়?
এখন আমার বেঁচে থাকবার কিঞ্চিৎ আশা নাই।
অথচ আমারো একদিন ছিলো তেজময় যৌবন
আমিও সেদিন সীমাহীন বেগে ভেঙেছি অঢেল মন,
কথায় কথায় বলেছি সেদিন আমাকে চিনিস বেটা?
বিরোধের কথা বলেছিস যদি এখনি করবো পেটা।


অথচ এখন চেয়ে দেখো বাবা কোন জোর নেই গায়ে
অন্তিম দ্বারে এসে গেছি আজ কাল তটিণীর নায়ে,
মাঝেমাঝে ওরা দুইজনে ধরে হাঁটায় উঠনে নিয়ে
বলো না গো বাবা এই ব্যথা আমি বলবো কোথায় গিয়ে?
কোথায় হারালো সেদিনের সেই চিনিস আমাকে বলা?
তুমি জানো বাবা?
এটাই নিয়ম, এটা নয় ছলাকলা।


শক্তির রাজা সিংহটিও একদিন নুয়ে পড়ে
তাই বলি বাবা শক্তির জোর করো না গো চরাচরে,
ক্ষণিকের এই শক্তির জোর হয়ে যাবে বিক্ষত
অতীতের কথা ভুলো না গো বাবা ভুলো না গো অনাগত।