কেন জানি সব বিকিয়ে যাচ্ছে চোখের নিমিষেই...


ব্যর্থতার গ্লানিতে ভরা স্বপ্নেরা ঝলমলে আলোক রাশির খোঁজে,
আজন্মের পরাজয় প্রশ্ন সাজিয়ে পূণরায় কাঠগড়ায়,
না পাওয়ার শুন্যতাকে নিত্য সঙ্গী করে আগানো জীবনের পথ।


অতৃপ্ত জীবন তবু এগিয়ে যায় আলোর অপেক্ষায়
উত্তাল সমুদ্রে আশ্রয়হীন কীটের বেশে...


তবু স্বপ্ন দেখে পোড়া চোখ,ভাঁসে স্বপ্নীল ঠিকানায়
অথচ,ফলাফলের গন্তেব্যে মুহূর্তে একেবারে নিশ্চুপ।


হায়রে অভাগা নিয়তি!


হিসাব মেলেনা কোন মতেই...
যেন সব বদলে গিয়েছে...অথবা...ঠিকই আছে!
তবু মানতে পারি না একে বারেই...