গর্ভবতী একটি বধূ বলেন স্বামীর কাছে
"তোমার মনে ছেলে নাকি মেয়ের ইচ্ছা আছে?"
স্বামী বলেন, "যেটাই হবে তাতেই খুশি আমি
আমার কাছে ছেলে মেয়ে উভয়ই যে দামি।"


বধূ বলেন, "মুক্ত করে দেখো বোধোদয়
ছেলে নাকি মেয়ে হবে কোনটা মনে হয়?"
স্বামী বলেন, "ছেলে হলে অংক পড়াবো
মাঝেমাঝে বিলে নিয়ে মৎস্য ধরাবো।


ধর্মশিক্ষা দেবো ওকে নিজের মতো করে
আদব কায়দা শিক্ষা দেবো আপন হাতে ধরে,
আরো অনেক কিছু ওকে শেখাবো নিজ হাতে
অকপটে জীবন যুদ্ধে চলতে পারে যাতে।"


বধূ বলেন, "মেয়ে হলে কী শেখাবে তাকে"
স্বামী বলেন, "ছেলে আবার কী শেখাবে মা'কে?
সময় পেলেই আমি শুধু ঘুরবো মায়ের পিছু
মেয়ে হলে তাকে আমি শেখাবো না কিছু।"


বধূ বলেন, "কেনো কিছু শেখাবে না তাকে!
মেয়ে বলে তাই কি রাখবে জ্ঞানের থেকে ফাঁকে?"
স্বামী বলেন, "সেই শেখাবে, সেই তো আমার মা
তাকে কিছু শেখানোর তো দরকার হবে না।


সেই তো আমায় রোজ শেখাবে সকাল-দুপুর,ভোরে
দ্বিতীয় বার তার থেকে সব শিখবো নতুন করে,
সেই শেখাবে কেমন করে খাবার খেতে হবে
শেখাবে সে কেমন পোশাক আমার গায়ে রবে।


কোনখানে কী বলতে হবে এটার শিক্ষা দেবে
মায়ের মতো সে যে আমার অনেক যত্ন নেবে,"
বধূ বলেন, "তার মানে কি বুঝবো আমি এটা
ছেলে কভু করবে না তা মেয়ে করবে যেটা?"


স্বামী বলেন, "সেটা নয় গো, অন্য কারণ তবে
এই জগতে এসেই ছেলের এসব শিখতে হবে,
শিখলে এসব সেও পারবে মেয়ের মতো করে
কিন্তু মেয়ে হবার আগেই বিধাতা দেন গড়ে।


এই সব গুণ নিয়েই মেয়ে পৃথিবীতে আসে
তাই তো মেয়ের স্বভাব মাঝে সদাই এটা ভাসে,"
বধূ বলেন, "শ্বশুর বাড়ি মেয়ে যখন যাবে
এই মেয়েকে তখন তুমি কোথায় খুঁজে পাবে?"


স্বামী বলেন, "দূরে গেলে তার হৃদয়ে রাখবে
অবিরত বাবা মায়ের ছবি মনে আঁকবে,
এতে কিছু যায় আসে না কারণটা কি জানো?
বলছি এখন হৃদয় থেকে বুঝে তবে মানো।


বিনাশর্তে ভালোবাসতে নারী জাতি সেরা
তাদের হৃদয় দয়ামায়া মমতাতে ঘেরা,
এই জগতে বাবুই যেমন সবচে সেরা তাঁতি
ঠিক তেমনই যত্ন নিতে সেরা মেয়ে জাতি।


মেয়ে সন্তান পাবার ভাগ্য সবার কিন্তু হয় না
পিতার কাছে মেয়ে হলো খাঁটি সোনার গয়না,
যে সংসারে অধিক খুশি বিধি দয়াময়
জেনে রেখো সে সংসারেই মেয়ের জন্ম হয়।"