সনেট


অন্ত্যমিলঃ কখখক গঘঘগ ঙচক চঙক


মৃত্যুর পরেও আছে  আরেক জনম
সে জনমে অর্থহীন  স্বজন মমতা
কর্মের বিচারে সেথা  কঠোর সমতা
সে জনমে রাজ করে  সতীত্বের দম।
স্বর্গ ও নরক নামে  আছে দুই শেয়া
দু শেয়ায় হিস্যা হয়  কৃত ফলাফল
শাস্তিতে পাপিষ্ঠ সেথা  হয় অবতল
বিপরীতে পুণ্যবাণ  পায় সুখ খেয়া।


সেটাই আসল দেশ  চির দীপ্তিময়
সে জগৎ বাদ দিলে  বৃথা আয়ুষ্কাল
চাহিদার বন্দোবস্তো  নেই সেথা  কম
সেটা হলো বিধাতার  নিত্য মগডাল।
অর্থহীন বেঁচে থাকা  হলে সেটা ক্ষয়
মূল্যহীন দেহ যেন  ফেলে গেছে যম।