সেদিন প্রভাতে আয়নাতে ধুলো দেখে
রুমাল ভিজিয়ে সেটা মুছি যতবার,
ততবার দেখি ধুলো আছে তাতে মেখে
রোষানলে ভাবি কেন এই অবিচার!


কিছুক্ষণ বাদে বুঝতে পেলাম সব
তখন হৃদয়ে আরো রাগ করে ভর,
নিমিষেই আসে তুমুল দ্রোহের রব
আপন ললাটে জোরে জোরে মারি চড়!


ধুলো লেগে ছিল তখন আমার মুখে
অথচ আমার চোখের দেখাতে ভুল,
সেই ভুল বশে হৃদয়ের থেকে রুখে
অবশেষে ছিঁড়ি আপন মাথার চুল।


বিধাতাকে বলি,"ওগো বিধি দয়াময়
আর কতো কাল এইভাবে রবো মোরা?
এটা কী আসলে মানুষের পরিচয়
মানুষের বোধ কেন হবে বোবা,খোঁড়া?


বিবেক তখন শির উঁচু করে বলে
সব দেখা ওগো ঠিক নয় চিরদিন,
দু'টি চোখ পেয়ে কেন থাকো অবতলে
মরীচিকা দেখে কেন গো বাজাও বীণ?