নাতি বলে হেঁকে হেঁকে
এলে তুমি কোথা থেকে
কোথা থেকে আনলো বাবা তোমাকে?
এনেছে কি, সে হাট থেকে
যেখান থেকে অনেক দেখে
কিনেছিলাম পোষা বিড়াল সোমা'কে?


সোমা তো বেশ লক্ষ্মী ছিলো
কতোগুলো বাচ্চা দিলো!
খবর রাখো ক'টা ইদুর মারতো সে?
রাতে হিসু দেবার দায়ে
ছেড়ে এলে পাশের গাঁয়ে!
এমন হলে তোমায় দাদু মানবে কে?


তোমার কথা সবাই শোনে
কিন্তু আমি মনেমনে
বকি তোমায় প্রতিদিনই আড়ালে,
কেন তুমি এমন করো
শুধু শুধু জ্বলে মরো
কভু তোমার সামনে এসে দাঁড়ালে?


বাবা ডাকো আমার বাবার!
ইচ্ছেটা কী! টিফিন খাবার?
ভেবেছো তা বোঝে না কেউ বাড়িতে?
চুপটি করে শুনে রাখো
বাবার যদি বাবা ডাকো
তবে তোমায় রাখবো বেদম ঝাড়িতে!


আমি বিধায় ছেড়ে দিলাম
অপর হলে করতো নিলাম
বুঝতে তখন এমন করার জ্বালা কী!
পেয়ে এমন ভদ্র নাতি
ভাবলে তারে তুচ্ছ পাতি?
তুমি এতো পঁচা মানুষ কেন? ছিঃ!