তবুও যেনো মনের চরে বন্দি নিঃসঙ্গ ইচ্ছেগুলো...


ভাটার আবর্তে জোয়ার আসে অবলীলায়,
কতইনা নির্ঘুম রজনীতে বুক ভেসেছে চোখের জলে
বুঝিনি কখনও, শুধুই সীমাহীন আশঙ্কা জমেছে অন্তরধামে
তেজস্ক্রিয় মন স্বপ্ন আঁকতো ইচ্ছেমত,অথচ নিছক
সে সব।


তবুও স্বপ্ন দেখা...
যেনো স্বপ্ন নিয়েই বেঁচে থাকা,হোক জেগে অথবা ঘুমিয়ে
তাছাড়া,স্বপ্নতো দেখবেই, নিয়তি যেটুকু এঁকে রেখেছে প্রতিচ্ছবি।


অবশেষে, আলোকিত কত ভোরের স্বপ্নও আঁধারে বিকিয়ে যায়
অনাকাঙ্ক্ষিত নিয়তি সখ্যতা গড়ে,প্রদীপ্ত স্বপ্নের সাথে
নিরাশার কাছে স্বপ্নের উদাত্ত প্রয়াস পুনর্বার
অবশ্য, নিরাশাদেব নির্বিকার জনমে জনমে।


তবুও আজো নিরাশার নীড়ে আশা পৌঁছেছে কিনা, জানা নেই...