তমাসাবৃত বিনিদ্র পুরী থেকে
কেউ একজন বলেছিল কাছে ডেকে,
"একদিন সব প্রতীক্ষা শেষ হবে
জেনে রেখো সেটা খুব দূরে নয় তবে।
সব বাঁধা ছিড়ে মুখরিত হবে আশা
মোহনার পথ তোমাকেই নেবে ডেকে
থাকে নাকি কভু অরুণের জ্যোতি ঢেকে?"


হৃদয় সেদিন নেচেছিল প্রেমানন্দে
অথচ এখন হৃদয় পচন গন্ধে,
সারাক্ষণ সেথা মাছি করে ঘিনঘিন
জানি না গন্ধ কতকাল রবে মেখে।


তাই তো এখন আতর ছেটাই শুধু
বাধ ভেঙে তবু মনে আসে শত ধূ ধূ,
মনকে বোঝাই,"নিষ্কাম কাজ করো,
আশার আগল আনবে না কভু ডেকে
তবেই চিত্তে সুখ রবে সদা এঁকে।"