ঠিক ততটুকুই বিস্তৃতি চাই মন...


যতটুকু বিস্তৃতি পেলে অপূর্ণ বাসনাগুলো-
পেরোতে চায় নির্দিষ্ট সীমানার গণ্ডি।


তবুও পরিত্রানের কাণ্ডারির খোঁজে অপেক্ষমাণ,
বালিশে স্বপ্ন আঁকা নির্ঘুম রাত,আর আমার এলোমেলো ভাবনারা,
কতইনা বালিশ ভিজিয়েছে চোখের জলে-অপূর্ণ স্বপ্নের ঘোরে,
সে হিসাব চোখের নিজেরও অজানা।


চোখ বড্ড ব্যাকুল তাই,মনও নিস্কৃতি খোঁজে
যেনো ভয়ংকর দাবানলের শিখা জ্বলে ওঠে সর্বাঙ্গ হতে মন অবধি,
তবুও হৃদয়ের অসংলগ্ন ইচ্ছেগুলো ক্রমশ প্রকট হয়
আর পশুত্বের স্বভাবে আলিঙ্গীত হয়-বিমূর্ত সীমাহীন মোহে।


স্বার্থের করিডোরে ভরা বাসনারা
নিমিষেই বিদীর্ণ করে -নোংরা ছায়া ছড়িয়ে সাজ ঘর।


যতটুকু বিস্তৃতি পেলে মুহুর্তেই লালা ঝরায়-
মনস্কামের ভয়ানক নির্লজ্জ জিভ,
মনুষ্যত্বও বধির হয়ে রয় লালসার রস শুষে
আর মেতে ওঠে অনাকাঙ্ক্ষিত তাড়নার ঘৃর্নিত মোহে।


তবুও অযথাই পরিত্রানের কান্ডারির খোঁজে অপেক্ষমাণ...