যে মাকড়শার জাল সেদিন
পূর্ণিমার চাঁদ ছুঁয়েছিল,
সেই মাকড়শার জাল আজ
ভাদ্র-আশ্বিনেও
বোশেখী বজ্রপাত খোঁজে।
কারণ জিজ্ঞেস করতেই
সে বললো,
"এই ইতিহাস
বাবুই পাখির সংসারের জন্য
চমৎকার একটি গল্প হয়ে উঠতে পারতো।"