মাছরাঙা আর বুলবুলিতে জমলো ভালোবাসা
ফাগুন মাসে করবে বিয়ে এটাই তাদের আশা,
বাবা-মাকে বললো দু'জন সকল কথা খুলে
ধমক দিয়ে বললো তারা, "যেতে হবে ভুলে।"


মাছরাঙাটির বাবা বলে, "বুলবুলিরা পাজি
তুমিই বলো কেমন করে ডাকবো তবে কাজী?
জেনে শুনে কেমন করে দেবো এমন ঘরে?
বাজে কাজে থাকে ওরা সবার অগোচরে।"


বুলবুলিটার বাবা বলে মাছরাঙা জাত বেটে
কেমন করে তোমার শিশু ধরবে সে জাত পেটে?
বিয়ের পরে বেটে শিশু আসবে যখন ঘরে
পাশে তোমার রইবে কী কেউ সাধের চরাচরে?


এখন থেকেই এ-সব কথা আর যেনো না শুনি!
তোমার ঘরে এনে দেবো সুন্দরী টুনটুনি।"
বুলবুলি কয়, "এমন হলে আমার মরণ হবে!
ছেলেই যদি মারা গেলো রইলো কী আর ভবে?"


বাবা বলে, "কালই তোকে বিয়ে দেবো আমি
আমার কথায় হতে হবে টুনটুনিটার স্বামী।"
দিন গড়িয়ে রাত্রি হলো সবার চোখে ঘুম
উড়াল দিয়ে ওরা দু'জন ফেললো বিয়ের ধুম।


ক'দিন যেতেই বুলবুলিটি করলো আবার বিয়ে
মাছরাঙাটি মরলো তখন গলায় দড়ি নিয়ে,
মাছরাঙাটির বাবা বলে হায়রে ভালোবাসা!
চাল চলনে মিল না হলে কীসে হবে খাসা?"