তারপর,কতগুলো বছর পেরিয়ে গেল...


অথচ,আজো মন কাঁদে ওর জন্য-
মনের ভিতর সুপ্ত বাসনার নোঙ্গর
মাঝে মাঝে প্রচন্ড ভাবে উঁকি দিয়ে উঠে।


তবুও গুটি গুটি পায়ে -
দিন,মাস,বছর থেকে কখন জানি যুগ পেরিয়ে গেছে!
...বুঝতেই পারিনি,জীবনের অভিসারে।


শুধু তিল তিল করে জমা কষ্টে বুকে হাহাকার বেঁধে আছে,
কতদিন দেখিনা সেদিনের সেই মনমোহিনীরে
যার মসৃণ  লোম হয়তোবা বয়সের ভারে
পাক ধরেছিল অথবা কিছুটা বোধহয় ঝড়েও গিয়েছিল
তবু আমার মনের গহীনে ওর সেই আগের ছবিটাই ভাসে।


আমি অবশ্য ওর একটা নামও দিয়েছিলাম"হিমেল"
হিমেল পরশেই ও আমার মন ভরিয়ে দিত...
অথচ আজ কতকাল জুরাতে পারিনা মন!
উত্তপ্ত হিয়ার অনলের প্রদাহে কেটে গেছে কতটা বছর।


রাতেও ঘুমাতো আমার বুকের উপর-
আমি তাতে বিরক্তও হতাম মাঝে মাঝে,
মা খুব রেগে বলতো-
"এতো ভাব কিসের,খুব করে লাঠি পেটা করবি"।
তা অবশ্য সম্ভব হয়নি কখনো,উপরন্তু অনেক আদর করেছি ওকে।


কিছুটা আড়াল রেখেই আমার খাবার খাওয়াতাম খুব যতন করেই
ওর বিষাক্ত ঝরন্ত লোমের ক্ষতির অভিপ্রায়ে অনেকে অনেক কথা বলতো।


আমার বিদায়ে ওর অশ্রু সিক্ত আলতো ছোঁয়া-আজো আমি ভুলতে পারিনা,
শুনেছি সেদিন ও আমার ফেরার প্রতীক্ষায় ফিরতি পথে
দিয়ে রেখেছে কত নির্বাক চিহ্ন, আমার মঙ্গল কামনায়
আর অশ্রু ঝড়িয়েছে অঝর নয়নে...


ও যে আমার ভালবাসার ধন,আমার পরম বন্ধু আমার পোষা বিড়াল "হিমেল"।
ওর অশ্রু ঝড়ায় সেদিন আমি ভাবতাম, এটা কী করে সম্ভব?
এ কেমন ভালবাসা...?


অথচ ওর মৃত্যুতে আজও আমি অশ্রু সিক্ত...