আশা করে পাবনা থেকে
এনেছিলাম কলা,
সে বেদনা অদ্যাবধি
হয়নি কারো বলা!


কলা দুধে খাবো মিলে
আশা ছিল মনে,
অবশেষে ছেড়ে আশা
গেলো আমাজনে!


একে-একে কলাগুলো
খেল ইঁদুর ছানা,
বিড়াল মশাই তিনি দিলেন
দুধের দিকে হানা।


ভাবি আমি কপাল ধরে
চলবে কতো কাল?
ন্যাড়া মাথায় এভাবে আর
পড়বে কতো তাল?


এমন অনেক ইঁদুর বিড়াল
এই জগতে ভরা!
তাদের জোরেই এই সমাজে
মোদের নড়াচড়া!


ভাবতে পারো ইঁদুরগুলো
খাচ্ছে ত্রাণের চাল?
ভাগ্যে আছে না জানি কী
ভাবছি আবার কাল!


ত্রাণের চাউল খাচ্ছে ইঁদুর
কটমটিয়ে দাঁত!
এবার ওদের রুখতে হবে
শক্ত করে হাত।