আমার মনেতে নেই আজ মনোবল
এখানে বাসনা শুধু দাবদাহে জ্বলে,
বহু অভিলাষ দেখে শঠতার ছল
ললাট বিধান পোড়ে নিয়তির কলে।


অদৃষ্ট তবুও ব্যথা দিয়ে মাতোয়ারা
মেটেনা তার কখনো এতটুকু আশ,
শত অভিশাপে করে ফেরে ছন্নছাড়া
সীমাহীন ব্যাভিচারে ভ্রষ্ট অভিলাষ।


মনের ঘাতক ডাকে শুধু সারাক্ষণ
হামেশাই যত পাপ কুঠির দস্ত্তুরে,
জানিনা কখনো নীড় হারা পাপি মন
সহসাই ফিরে যাবে কি আপন ঘরে?


আমার আকাশে মেঘ ডাকে ধোঁয়াশায়
জীবন তরণী ঘোর অমানিশা দেখে,
কপাল যখন ব্যথা এঁকে নিয়ে যায়
নিয়তি তখন রুঢ় ধারাপাত লেখে।