মুক্তক অক্ষরবৃত্ত ছন্দে


বিয়োগের যে খেলায় তুমি আমি দেউলিয়া
বিচিত্র সে খেলাতেই কেউ কেউ বড় মহাজন
কামের সমুদ্র স্রোতে কখন যে বিয়োগের খেলা
শূন্যের দেহলি দিয়ে চলে গেছে গণিতের ভাগে
ঘুমন্ত মেঘের মতো কখনোই বুঝিনি সেসব।
আকাঙ্ক্ষা এঁকেছি শুধু ফোঁটাটাকে মোহনায় দেবো
অবশেষে বহুবার মৃত্যুর আদৃশ্য স্বাদ নিয়ে
আজো দেখি মন বলে, "এ মরণে আহা কতো সুখ"
কতোবার বলেছি যে, "বাঁধ তো দেবো দুষ্টু স্রোতে
কিন্তু সমস্ত বাঁধন রাত এলে গুঁড়িয়েই দেয় মন।
বলেছিলেন গুরুজি, "গুণ করো স্বপ্নের সাগরে"
উদ্বেগে বলেছিলাম, "গুণ কী গো! এ যে যোগ করা ভার!"
লিপ্সার তোপের মোহে নিশি নামে যমের স্বভাবে
লিপ্সার পসরা নিয়ে কখনো কি তাকে তোলা যায়?"


বলেছিলেন গুরুজি, "বন্ধনরজ্জুতে থামে না সে জল
স্বজনের মড়া কখনো নিবৃত্ত হয় গৃহে?
যেই মরণকে মরা বলি এতে শুধু দেহত্যাগ হয়
কিন্তু মরার আগেই মরি শতকোটিবার
মৃত্যুর অদৃশ্য রূপে যদি তাকে বাঁধ দিতে চাও
সাগরকে বাঁধ দেও, থেমে যাবে সব কোলাহল।"