ভুজগশিশুভৃতা ছন্দঃ


বুঝিনি আজো কী চায় তোর মন,
চেয়েছি দু-মনে হোক বন্ধন,
জপেছি অটলে সংকীর্তন।


সাধনা হয়েছে সব ছারখার,
পেয়েছি হাজারো শোক-সম্ভার,
উজানে টেনেছি দাঁড় বারবার।


হৃদয়ে বেড়েছে সাধ মুক্তির,
অজানা কী শোকে মন চৌচির,
দু' চোখে জলেরা হয় অস্থির।


অঝরে কেঁদেছে প্রেম দায়ভার,
কী করে বানাবো সুখ সংসার?
সমূলে করেছ সব সংহার।


কতটা পেয়েছি তোর অন্তর?
অযথা কেঁদেছি  দিনরাতভর,
পাষাণে বেঁধেছি বুক মন্থর।


চোখেরি কাজলে শোক রোদ্দুর,
জীবনে-মরণে হয় এক সুর,
দহনে হয়েছে মন ভঙ্গুর।


আকাশে-বাতাসে নেই উদ্যম,
অভাগা এ বুকে শোক উত্তম,
শোকেরি নীলিমা খুব বিক্রম।


এসো না কখনো আর চিন্তায়,
অভাগা জীবনে ঝড়-ঝঞ্ঝায়,
এসো না, মরণে ঘোর সন্ধ্যায়।