আমরা শীতার্ত শিশু, চাই না গো শীত
তীব্র শীতের দাহে নড়ে যায় ভিত!
গ্রীষ্মতে আমবনে আম পেড়ে খাই
যদিও মোদের কোন আম গাছ নাই।


পরের গাছের থেকে পেড়ে এনে আম
বাজারে বিক্রিও করে পাই বেশ দাম,
বর্ষাতে সাঁতরিয়ে কাঁটে কিছু দুখ
পেটে ক্ষুধা থাকলেও মনে থাকে সুখ।


শরতের আগমনে সাদা মেঘ ভাসে
কাশফুল দেখলেই মন সুখে হাসে,
হেমন্ত এলে আসে আরো সুখ মনে
ক্ষেত থেকে ঝরা ধান আনি নির্জনে।


বসন্তে ফুলে ফুলে ভরে থাকে বন
শত ক্ষুধা থাকলেও খুশি থাকে মন,
কিন্তু শীতের কালে মন ভরে বিষে
শীতের আভাস পেলে চমকায় দিশে!


যে শিশির ধনীদের মন কেড়ে নেয়
সে শিশির আমাদের বিষ বাণ দেয়!
পাঁচ ঋতু ভালো থাকি ছ'ঋতুর দেশে
কিন্তু এ শীত কাল সুখগুলো পেষে!


ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পথেঘাটে
জানো শীতার্তদের কী উপায়ে কাটে?
শীতার্তদের কাছে শীতের শিশির
প্রতিটি ফোঁটায় যেন বিষ মাখা তীর!


শীত ছাড়া হতো যদি আমাদের দেশ
অভাবের জ্বালাতেও থাকতাম বেশ,
মিনতি রাখছি এই কষ্ট ভাবার
আমরা চাই না শীত আসুক আবার।