মানবিক সব অনুভূতি মিলে মোটা বেত দ্বীপে থাকতো
একে অপরকে সারাক্ষণ তারা সমীহের ডাকে ডাকতো,
একদিন সেই দ্বীপটিতে এলো সুনামির সংকেত
অমনি সবাই নৌকা বানালো কেটে সেই মোটা বেত।
নৌকা বানিয়ে অনুভূতিগুলো চলে গেলো দ্বীপ ছেড়ে
না বানাতে পেরে ডিঙ্গি নৌকা ভালোবাসা গেলো হেরে,
সকলে যখন দ্বীপ ছেড়ে গেলো ভালোবাসা পড়ে ছিলো
নিয়ে যাও বলে ভালোবাসা তাই বহু জনে ডাক দিলো।


তার ডাকে কেউ একটি বারও সাড়া দেয় নাই ভুলে
কিছুক্ষণ বাদে ভালোবাসা দেখে সাফল্য তরী কূলে,
ডেকে ডেকে বলে,"আমাকে এখন নিয়ে যাও তুমি ভাই
চেষ্টা করেও নৌকা বানাতে আমি আজ পারি নাই।"
সাফল্য বলে, "আমার এ নাও সোনায় দানায় পূর্ণ
তোমাকে নেওয়া হচ্ছে না বলে করো না হৃদয় চূর্ণ,"
ক্ষণিক পরেই সেই পথে গেলো অহংকারের নাও
ভালোবাসা বলে, "ও অহংকার, তরী মাঝে নিয়ে যাও।"


অহংকারের উত্তর দিলো অন্ততে মেখে কালী
"তোমার চরণে দেখতে পাচ্ছি সীমাহীন ধুলাবালি,
আমার এ নায়ে তোমার জায়গা হবে না এখন ভাই
অন্য কারোও নৌকায় তুমি চেষ্টা করো গো তাই।"
দুখের নৌকা ছাড়বে যখন ভালোবাসা ডেকে কয়
"তোমার এ নায়ে তুলে নিয়ে মোরে দূর করো সব ভয়,"
দুঃখ তখন হতাশায় বলে, "একা থাকা ভালোবাসি
তোমার রাস্তা তুমিই বানাও আজের মতোন আসি।"


একটু পরেই আনন্দ এলো আপন নৌকা করে
নিয়ে যাও বলে ভালোবাসা তাকে ডাক দিল খুব জোরে,
কিন্তু সে ডাক আনন্দ কানে নাহি যায় একবার
কারণ তখন আনন্দ নায়ে ছিলো ঢের চিৎকার।
ডিজে গান আর বাদ্যের তালে সে ছিলো তখন মজে
বাজনার চোটে ডাকের শব্দ আসে নি তাই তো খোঁজে,
সীমাহীন শোকে ভালোবাসা তাই বালিতেই বসে পড়ে
মনেমনে বলে মানবতা কি গো ভুলে গেছে চরাচরে?


কিছুক্ষণ পরে নাও নিয়ে আসে খুনখুনে এক বুড়ো
এসেই বললো, "আমার নায়ে উঠে পড়ো তুমি খুড়ো,"
মুখখানি দেখে ভালোবাসা ভাবে কেন এতো চেনা লাগে
এই চরাচরে কখনো ওনাকে দেখেছি কোথাও আগে?
পরিচয় তবু শোনে না ওনার কিছু মনে করে পিছে
কিঞ্চিৎ ভুলে মোচনের আশা হয়ে যায় যদি মিছে,
ভালোবাসাটাকে নামিয়ে সেদিন নিরাপদ কোন কূলে
বৃদ্ধ বললো, "তাড়া আছে মোর যাও তুমি হেলেদুলে।


এখানে কখনো বিপদের আভা আসবে না ফের আর
বিপদকে ভেবে তোমার বদন করো না কখনো ভার,
কিছুক্ষণ পরে জ্ঞান যাচ্ছিল সেই পথে নাও নিয়ে
ভালোবাসা তাকে প্রশ্ন শুধায় তার খুব কাছে গিয়ে।
"ঐ... যে যাচ্ছে এক বুড়ো লোক খুব জোরে তরী বেয়ে
ভালো করে তুমি দেখো না গো ভাই ওনার বদনে চেয়ে,
দেখতেই যদি না পারো এখন আরো কাছাকাছি চলো
উনিই এখন বাঁচালো আমায়, ওনার নামটা বলো।"


জ্ঞান বললেন, "জানো না গো তুমি, সময় ওনার নাম
এই জগতের সকলের কাছে ওনার অঢেল দাম,"
ভালোবাসা বলে,"উনি কেন তবে বাঁচালো আমাকে ভাই
জ্ঞান বললেন, "ওনার মতোন আর কেউ ও গো নাই।
বলতে পারবে এই ধরাধামে ভালোবাসা কার তুল্য?
জগতের মাঝে সময়ই জানে ভালোবাসাটার মূল্য।"