টাকুদের দাবি


কোমল দাস


চুল কাটাতে সেলুন গিয়ে
ভাবছি যখন কষ্ট নিয়ে
কোথায় গেলো চুল?
তখন একটি ভোমর এসে
পবন বেগে শূন্যে ভেসে
টাকে ঢুকায় হুল।


উভয় জ্বালায় জ্বলছি যখন
সেলুন মাঝে দেখি তখন
একটি তরুণ ছেলে,
নাড়ছে নিজের চুলগুলোকে
দেখে হৃদয় পুড়ছে শোকে
ভীষণ গরম তেলে।


চুল কাটিয়ে যুবক ছেলে
চলে গেলো বাহু মেলে
দিয়ে আশি টাকা,
আমি তখন নাপিতটাকে
ডেকে নিয়ে শুধাই ফাঁকে
" নেবেন কতো কাকা?"


নাপিত বলেন," আশি টাকা
চুল কাটাতে এটাই পাকা
এটাই আমার দর,
এক কথাতে চলি আমি
আমার কথা অনেক দামি
হবে না নড়চড়।"


আমি বলি," একি বলেন
চেয়ারম্যানের কাছে চলেন
বিচার দেবো তাকে,
বাবরি মাথা আশি টাকা
আমার টাতো পুরো ফাঁকা
লজ্জা নেই কি নাকে?


লোক ঠকানো কর্ম কেন?
মগের মুল্লুক এটা যেন?
কেন এ নয় ছয়?
টেকো মাথা পেলে মশাই
কেন হবেন এমন কসাই?
এ তো হবার নয়!


নাপিত জাতি কেমন করে
পেলো সবার অগোচরে
এমন আজব চাবি?
আজকে থেকে হিসাব দেবেন
সকল টেকো হিসাব নেবেন
এটাই আমার দাবি।"