বুকের উপরে ছিল চকচকে শার্ট,
শার্টের উপরে ছিল হাতে আঁকা ফুল।
অথচ শার্টের নিচে চিলডাকা মাঠ,
উপরে ভেতরে মিল নেই একচুল!


গনগনে ভাদরের অজেয় দুপুর,
গুমরে গুমরে বলে, "বোঝ সুখ-দুখ?
চরণে কেন গো রয় সোনার নূপুর,
বোঝ কি শার্টের নিচে কতোটা অসুখ?


এজমালি তত্বের তামাটে দলিলে,
কতোকাল জ্বালাবে এ তেলহীন কূপ?
হংসের মতো আর কত খাবে গিলে?
সূর্য বধির নাকি অতি নিশ্চুপ?


আয়নার পশ্চিমে যতো সুরহারা,
পুব দিকে ঠিক তার তত সুবাতাস।
এটাই যে জগতের বর্ণিল ধারা,
প্রাণময়ী হোক সব ভাবনাবিলাস।"