চলছে আষাঢ় মাস
শুরু হয়েছে বৃষ্টি
একা একা আছি বসে
নাহি কোন দৃষ্টি
বাহিরে চেয়ে থাকে
সকরুণ দৃষ্টি।
ভালো লাগে সবকিছু
দেখে আল্লাহর সৃষ্টি।
বৃষ্টি হয়তাছে আপন মনে
দেখছি তা নিরিবিলি।
ঝড় বৃষ্টি এলে পড়ে যায়
বিদ্যুৎ এর খাম্বা।
দুর্ভোগে জনগণ
গরু ডাকে হাম্বা।
অবিরাম বরিষণে
নদীতটে ডাকে বান।
ভেসে যায় পথঘাট
কিষাণের ডোবে ধান।
গুড়ুগুড়ু ডাকে মেঘ
সাঁঝ কিবা দুপুরে।
কদলির ভেলা ভাসে
বিল কিবা পুকুরে।
ভেসে যায় খালবিল
মেঘেদের কান্নায়।
গৃহিনীর মনোযোগ
খিঁচুড়িটা রান্নায়।
বৃষ্টিটা থেমে গেলে
অচানক পলকে,
সূর্যিটা উঁকি দেয়
গোটা দেয়া ঝলকে।