সকাল থেকে হচ্ছে বৃষ্টি অতি নিরিবিলি,
বৃষ্টির মধ্যে ঘরে থেকে দেখছি পৃকৃতির কিছু।


গাছ পালা সবই নিস্তব হয়েছে বৃষ্টিতে,
আমার মন চায় যে শুধু বৃষ্টিতে ভিজতে।


বৃষ্টি হলে মনের ভিতর লাগে কেমন জানি সুখ,
সুখের চোটে খেলতে বসি নাহি কারো ঘুম।


বৃষ্টি এলে মনে পড়ে যায় অতীতের সেই কথা,
যেদিন গুলোতে মেতে থাকতম খেলায় ধোলা।


বৃষ্টির সময় কাদামাটি দিয়ে করেছি কত খেলা,
এই ভাবেই কেটে যেত আমাদের বৃষ্টির বেলা।


পুকুরে গিয়ে লাফালাফি করতাম,করতাম কত খেলা
কত গুরুজনের বকাতে শুনতাম নাহি দিতাম মানা।


শৈশবের বৃষ্টির দিন করছে আমায় মনোমুগ্ধকর,
আগের মতো হয়না এখন কোন আনন্দ।