ধন্য আমার জীবন রে ভাই
       নাইতো কোন বিলাসিতা
মা-বাবার সঙ্গে সুখে থেকে
     জীবন হয়েছে আমার মজা।


সুখে দুখে পাই যে আমি তাদের সাড়া
        ডাক দিলে হাজির হয়ে যায় এইতো ভালোবাসা
রঙিন জীবন ধন্য আমার পেয়ে মা-বাবা কে
          চাইনা আর কিছু আমি এ-ই জগতে।


খোদা তুমি রক্ষা করো, হায়াত দাও বাড়িয়ে
          খেদমত করে যেন কাটিয়ে দিতে পারি সুন্দর এই জীবনে
বিপদ যদি আসে কভু শান্তি দিয়ো মোরে
          শত কষ্টের ভিড়ের মাঝে থাকি যেন পাশে।


ধন্য জীবন করো নিজেকে যাদের আছে মা-বাবা
         স্বর্গের ঠিকানা খোঁজে দেখ আছে তাদের মাঝে