জামাল পুর জেলা ইসলাম পুর থানা
বাস করি নদীমাতৃক এলাকায়।
জামালপুর জেলা মানুষের কষ্ট দেখে আপসোস করে সবাই,
বন্যর পানি আসলে তবে জীবন নিয়ে তাদের লড়াই।
প্রতিবছর বন্য পানিতে ডুবি নাহি কোন রেহাই,
বছর বছর বান হলে কি করার আছে আর উপায়।
বন্যায় যাদের জীবন গড়া নেই তো সুখের দেখা,
বন্যায় পানি ডোবে ডোবে যাচ্ছে দিশেহারা।
সোনার পাটের ফসল টুকু ডোবে যাচ্ছে বন্যায়,
সাথেও ডোবে যাচ্ছে ঘর বাড়ি ও রাস্তাঘাট।
রাস্তা ভেঙে ঘর ভাঙে ডোবে বসতবাড়ি
দুংখ নিয়ে বেঁচে থাকি নাহি কোন সাড়া।
গ্রাম এলাকা ডুবে গেছে, গেছে রাস্তা ঘাট,
গৃহবন্দী হয়ে কাটাতে হবে সাড়ে তিনটা মাস।
একদিকে করোনাভাইরাস আরেক দিকে বান,
কেমন করে সহ্যকরণ হয় এতো জালাতন।


জামালপুর, ইসলাম পুর,মন্ডল বাড়ি,,,