আমি কখনো কারো জীবনের গল্প হতে পারেনি,
তাই নিজেকে চুপ করে গুছিয়ে নিয়েছি।
এই মনে, কিংবা স্মৃতির পাতায়!


ভেবে ভেবে আনমনে, প্রতিটি কবিতার শব্দ বুনে,
দুটি হাতের স্পর্শে, আঁধারে ফুল ফুঁটে।
এই ভাবে, বুঝি প্রেম আসে?


সেদিনও দেখেছি আমি আঙুলে আঙুল গুজে,
হাতে হাত রেখে, ধুলোমাখা শহরে ওরা হাঁটে।
কি জানি,কোন অনুভূতিতে তারা সাঁজে!


হঠাৎ, এমনও কিছু করে, অভিমানের আড়ালে,
রাগ করে বসে থাকে,অপূর্ণতার মাঝে।
কেউ তাকে রাগ ভাঙাবে বলে!


ছোট একটি ফুঁলের বিনিময়, মুখে হাঁসি ফুঁটে,
দেখা হয়, কথা হয়, গন্তব্যহীন পথে হাঁটে।
কিল-ঘুষি, এটা রীতিমতো চলে!


শীতের কুয়াশা যখন পুরো শহর জবুথবু তখন
টং দোকানের চায়ে, চুমুক দিয়ে বসে।
দুটি চায়ের কাপে, মিলন ঘটে।


দোকানে সামনে খানিক'টা ভাঙা বেঞ্চে বসেও,
তবু জেনো স্বাচ্ছন্দ্যের অভাব নেই কারো।
এই ভাবে'ই কিন্তু প্রেম হয়!


রাতের আকাঁশে চাঁদ দেখে কবিতা লেখি
কেবল'ই কেটেছে শুধু অপেক্ষায়  
এই বুঝি ডেকেছো আমায়?


সকাল, শনিবার
২৩/১১/২০১৯
পোরান ঢাকা