তুমি কি জানো, এখনো স্বপ্ন দেখি আমি?
তোমার শহরে তোমাকে নিয়ে ঘুরবো
হেঁটে হেঁটে কিংবা রিক্সায় চড়ে,
ব্যস্তময় অলিগলি এই শহরের পথে
আমি কোন এক পাঞ্জাবী, তুমি নীল শাড়িতে
তোমার কপালে থাকবে কালো টিপ,হাতে রেশমি চুরি
আর, চুলগুলো যেনো বাতাসে উড়ে।
             আমি মুগ্ধ হয়ে তোমার প্রেমে পড়বো!


তুমি কি জানো, এখনো স্বপ্ন দেখি আমি?
যেখানে বসে কপোত কপোতীর মত
তুমি তোমার জীবন গল্প, অনায়াসে আমার বুঁকের উপর মাথা রেখে বলে বেড়াতে, কোনো এক পার্কে।
যদি কখনো তোমার কান্না চলে আসে,
আমি নিরব হয়ে নীরবতার সাথে
হাতের স্পর্শে তোমার কান্না মুছে দিবো
           সত্যিই আমি তোমার প্রেমে পড়বো!


তুমি কি জানো,এখনো স্বপ্ন দেখি আমি?
তোমার পাগলামি প্রেমের প্রলাপ
আর কথায় কথায় রাগ, অভিমানের আড়ালে
হারিয়ে যাও,এ জেনো নিত্যনতুন এক স্বভাব!
তবে,দিন শেষে রাতের ছোঁয়ায়, আবার না হয় কথা হবে
তুমার সাথে, তাও আবার, কোনও দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই, নতুন প্রেমের গল্প শুনবো, তোমার কাছ থেকে!
                       আমি তোমার প্রেমিক হবো!


তুমি কি জানো, এখনো স্বপ্ন দেখি আমি?
আমার পাশে এমন কেউ একজন থাকুক
যে আমার গল্প শুনবে, আমার হাসির আড়ালে যে কষ্ট  লুকিয়ে আছে তার কারণটা খুঁজে দেখবে
ধূলোমাখা শহরের এই তুচ্ছ প্রেমগুলোকে,পরিত্যাগ করে, নব করে আবার জন্মদিবে, বিশাল নীল আকাশে, একগুচ্ছ লাল গোলাপের প্রেমের প্রস্তাবে
                      তুমি আমার প্রেমিকা হবে?


(২৬/১০/২০১৯ সকাল ৭:৪৮ শেষ করলাম)