অবনীতে, ধীরে ধীরে ঘুরছে বাতাস
নদীর তীরে, প্রবাহমান চলে তরি।
কি মনোহর সুরে, গান গেয়ে মাঝি
ফুটে উটে, তার'ই ছবি।


গগনে চিত্র, ছায়া ঝুঁকে পড়ে
ক্ষুদ্র গাঙের জলে।
কোলে কোলে, ঘাঁ বেসে উঠে
কাঁশফুল মাঠে বনে।


হাওয়াই হাওয়াই, এদিক ওদিক
উড়ে চলে নানান পাখি।
স্নিন্ধতার ভরে, জেগেছে প্রাণ
আবার, আঁখি দু'টি মেলি।


দীর্ঘ নিশ্বাষের, এক প্রান্ত এসে
নির্ভর খুজে ফিরে ঘোরি।
রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা
বাংঙ্গালী পটভূমি


মায়াবতী রুপ-রাণী দেশে এবার
আসিলে ফিরে
প্রভাত লালিমার লাজ, মৌ ভাষা
রাখিলো সবারে ঘিরে