আমরা তরুণ আমরা প্রবীণ,
লক্ষ্য মোদের বড়।
কথা কাজে মিলে যাবে,
যদি বই পড়।


বইয়ে'র পাতায় কথা বলে,
মানুষ গড়ার লক্ষে।
স্বপ্ন ঘিরে আঁলো জ্বলে,
গ্রন্থ-প্রেমিকে'র ভীরে।


জ্ঞানি গনি মানুষ যারা
সবে'ই বই পড়ে।
মনের চুক্ষ খুল্ল তারা,
অবলোকন করে।


জানতে হলে পড়তে হবে
ইহিতাস গড়ার বই
লক্ষ্য'টা তখন পূর্ন হবে,
অক্ষমতার ক্ষয়।
        (১৯/১১/১৭)