এ কেমন শহর,চারদিকে নিস্তব্ধ আতংক পরিবেশ।
কারো মনে,প্রেম-ভালোবাসা নেই
বন্ধুমহলে বন্ধুদের কোনো আড্ডা নেই
যেখানে হাজারো মানুষের গল্প শুরু হয়
সেখানে আজ কেনো মানুষ নেই?
সকালে'র সূর্যউদয়ে উষ্ণ আলোয় জীবন রাঙাতে
নব রুপে জেগে উঠে এই শহরে
হাজারো মানুষের ভিড়ে জড়তাকে দূর করে
পরস্পর মেতে উঠে আলিঙ্গনে
দেখা হতো দোঁয়া ওঠা চায়ের কাপে চুমুকে চুমুকে
কথা হয় হৃদয়ে'র সন্ধিক্ষণে
আজ সবেই যে নিস্তব্ধ নিপীড়ন উৎকর্স হয়ে
ছুটে চলে গ্রামের দিকে
মায়া মমতা সবেই যে গেছে বেকে
মুখ ঢাকা মাস্কে'র শহরে
জানি না কি হয়েছে চারিদিকে মৃত্যু'র আহাজারি
আমাকে তুমাকে আলাদা করতে চাই
স্বপ্নগুলো ছিনিয়ে নিতে চাই
স্বাধীন দেশে স্বাধীনতার বেশে রুদ্ধ নিশ্বাসে
প্রতিটি মানুষ আজ আতংকে
সবেই'যে বাঁচতে চাই বাস্তবতা ভীড়ে