সন্ধাকাশে দিগন্ত জুঁরে,
উড়ে চলে অতিথি পাখি।
কিচি-মিচি শব্দে মিছিলে
গড়ে উঠে লক্ষ প্রাণী।


ঝাকে ঝাকে খেলে দুলে
জেগেছে বাংলার, প্রকৃতি
ইচ্ছে হয় ছোটে চলি
তাদের'ই ছবি আঁকি।


থাকতো তারা চিন জাপান,
শীতে'র প্রধান দেশে।
আজ এসেছে অতিথি হয়ে,
সোনাঁর বাংলাদেশে।


শীতে এসেছে শীতেই যায়,
রেখে যায় কত স্মৃতি।
খাল-বীলে দেখে তাদের,
জুড়াই দু'আঁখি!