প্রেম মোহ নাকি আকর্ষণ ?
বুঝে আসেনা আমার,
প্রেম যদি মোহ হয় তবে,
প্রেমিকার অসামান্য ভালোবাসা পাওয়ার জন্য
তিমির রাতে ঝড়-ঝাঞ্জা পেরিয়ে
গিরি কান্তার পাহাড় মারিয়ে ছুটে যাওয়াকে কি বলবো আমি ?
চেনা মানুষ, চেনা জায়গা থেকে আলাদা হয়ে
দূর দিগন্তে একান্তে মেলার ইচ্ছেকে কি বলবো আমি ?
একান্ত নিবৃত্তে কিছুক্ষণ কবি হয়ে উঠা ?
নাকি কিছু কাব্যকথার ছলনায়
নোংরা খেলায় মেতে ওঠার প্রবণতা ?
বুঝিনা এসব, বোঝার বৃথা চেষ্টা করি মাত্র।
উদ্যানগুলোতে প্রেমিক-প্রেমিকার
কুকুরে কান্ড, ডেটিং কিংবা আউটিং এগুলোকে কি বলবো ?
প্রেম নাকি অন্য কিছু ?
প্রতিটি যায়গায়, প্রতিটি ক্ষেত্রে
প্রেমের অপব্যবহার হচ্ছে চুড়ান্তভাবে।