কলমিলতা ফুল ঝরালো
সুখি আমায় করতে
পাতাগুলোও ছেড়ে দিলো
আমার সাথে মরতে।


মরা ডালে ভর করিলো
প্রেমের নেশায় ডুবে
একটু পরেই দেখতে পেলো
মেঘ জমেছে পূবে।


মেঘ দেখে সে ভয় পেলোনা
মরা ডালের জোরে
আমি সেদিন পড়লাম নুয়ে
ঠুনকো ঝড়ের ডরে।


কলমিলতা সেই যে গ্যাছে
সেই দিনের সেই ঝড়ে
স্মৃতিগুলোই রইলো পড়ে
কলমিলতার চড়ে।