সীমন্তিনী, তুমি নেই বলে
আমি বড়ই অনড়।
উষার আলো দেখা হয় না
প্রভাত ফেরির গান শোনা হয় না
পাখির কিচির-মিচির শব্দে
তন্দ্রাচ্ছন্ন হই না আমি।


সীমন্তিনী, তুমি নেই বলে
বসন্তদূতের ডাক শোনা হয় না।
আধাঁর যামিনীর চাঁদনী দেখা হয় না।


সীমন্তিনী, তুমি আসবে বলে
জাহ্নবীতে স্লান করা হয় নি।
ললাটে তিলক লাগানো হয় নি।
অলকে তেল মাখা হয় নি ক্ষণ
নেই নেত্রে অঞ্জনের প্রলেপ ।



রচনাকাল-১৬-০৩-২০১৯ ইং